Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জলমহাল ইজারা প্রদানের লক্ষ্যে আবেদন আহবান
বিস্তারিত

সরকারি জলমহাল ব্যবস্থাপনা নীতি, ২০০৯ অনুযায়ী ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার আওতাধীন (২০.০০ একর পর্যন্ত, বদ্ধ) ইজারাযোগ্য জলমহাল বাংলা ১৪৩২ সন হতে ১৪৩৪ সন পর্যন্ত ০৩ (তিন) বছর মেয়াদে সাধারণ আবেদনের মাধ্যমে ইজারা প্রদানের লক্ষ্যে ভূমি মন্ত্রণলায়, সায়রাত-১ এর গত ১৭ ডিসেম্বর, ২০২৪ তারিখের ৩১.০০.০০০০.০৫০.৬৮.০২০.০৯(অংশ-২).৬৯৪ নং স্মারকে নির্দেশনা মোতাবেক সমবায় অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তর হতে নিবন্ধিত প্রকৃত মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেড কে অনলাইনে (lams.gov.bd) ঠিকানায় প্রবেশ করে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ এর অনুকূলে ৫০০/- (পাঁচশত) টাকা মূ‌ল‌্যমানের ব‌্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরৎযোগ‌্য) জমা প্রদান পূর্বক আবেদনের প্রিন্ট কপি, জামানতের মূল কপিসহ অন‌্যান‌্য প্রয়োজনীয় কাগজপত্র সীলমোহরকৃত খামে উপজেলা নির্বাহী অফিসার, হালুয়াঘাট, ময়মনসিংহ এ রক্ষিত টেন্ডার বক্সে নিম্নলিখিত নির্ধারিত সময়সূচী মোতাবেক গ্রহণ করা হবে। উল্লেখ‌্য যে, অনলাইন (Online) আবেদন দাখিল ব‌্যতিত কোন আবেদন গ্রহণ করা হবে না। জলমহাল ইজারা সংক্রান্ত www.haluaghat.mymensingh.gov.bd ওয়েব সাইটেও পাওয়া যাবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
02/01/2025
আর্কাইভ তারিখ
30/04/2025